আমাদের ভুল করে হলেও দেখা হোক।
এই যে ছুঁতোয় নাতায়,
তোমার চলবার পথ ধরে চলি।
এই পথেই একবার চোখে চোখে কথা হোক।
খুব ভুল করে
একবার দেখা হোক।
আমি আবার অনিশ্চয়তায় দাঁড়াই পথের মাঝখানে।
পরবর্তী কোনো ভুলের অপেক্ষায়।
তোমার সাথে দেখা হয়ে যাবার ভুল বারবার করে হোক।
তুমি শুকিয়ে গেছো
নাকি মুটিয়ে গেছো আরো,
নাকি ঠোঁটে রং চড়েছে প্রেমের,
আমি জিজ্ঞেস করবো না কিছুই।
শুধু দেখা হোক।
পরিচিত ঘ্রাণ ছুঁয়ে যাক বুকে।
2020-08-14