বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি,
শহরের কার্নিশ দিয়ে ছুটে যাই
আমার ঘর।
আমার মোহের শহর।
প্রিয় নথের মেয়ে,
তুমি কি এখনো বৃষ্টিতে ভেজো খুব?
ছাতা এগিয়ে দিলেই
নাক ফুলিয়ে ফেল?
তোমায় রাস্তা পার করায় কে?
সেও কি খুব বকে?
বাম হাত চেপে ধরে আমার মতো?
আজকাল বৃষ্টি হলে,
বুকের ভেতরে চিনচিন ব্যথা করে খুব।
অভিমানে গড়া পাহাড় আমি ডিঙোতে পারি না।
আমি চাইলেও নিতে পারি না,
তোমার হাতে হাত ধরে,
রাস্তা পার করার অধিকার।
আমার বুকে ব্যথা হয় খুব।
আজকাল বৃষ্টি হলে
আমি বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি।
শহর কার্নিশ দিয়ে ছুটে যাই
চেনা পথে।
প্রিয় নথের মেয়ে,
খুব করে পথ দেখে চলো।
আমি এখনো ভালোবাসি,
বুক পকেটে মৃত্যু নিয়ে
ছুটে যাই মোহের শহরে।
2020-07-30