একজন তো থাকতে হয় তাই না?
যাকে কারণে অকারণে জ্বালাতন করা যাবে।
যার সাথে কথা বলতে কোনো কারণ লাগবে না।
হাই/ হ্যালো বলে,
কুঁচকে যেতে হবে না লজ্জায়!
একজন তো লাগে।
যার সাথে মন চাইলেই ভেজা যাবে।
ভাগ করা যাবে সাধের ভেলপুরি কিংবা সিগারেট টাও।
একজন তো থাকতেই হয়।
যার সামনে বিনা বাঁধায় বইয়ে দেয়া যায়,
বুকের মধ্যে জমে যাওয়া ঝড়।
একজন,
এমন একজন তো লাগে,
যার হাতে হাত রাখতে,
যার পথে পথ চলতে কোনো কারণ
লাগে না।
বুকের বামপাশ জুড়ে একজন তো লাগে।
যার জন্য প্রতি বর্ষায় মেলা বসে কদমের।
না চাইতেও জোড় করে গুঁজে দেয়া বকুল,
কিংবা হাঁটতে হাঁটতে পছন্দ হয়ে যাওয়া রেশমি চুড়ি দেবার জন্য হলেও তো একজন মানুষ থাকা চাই।
খুব করে নিঃশ্বাস নিয়ে,
আমায় ছেড়ে যাবে না তো!
বলার জন্য হলেও তো একজন লাগে!
2021-10-01