নীল অপ্সরী
তোমার কাজল ফোঁটা টিপে
আমার কিছু প্রেম আঁকবার ছিলো।
আচ্ছা,
তুমি অমন হাসতে শিখলে কোথায় বলো তো।
তুমি হাসলে,
তোমার সদ্য পরিচিত মুখ
হয়ে যায় জন্ম-জন্মান্তরের চেনা।
তুমি যেই শহরে
বেনী দুলিয়ে হেঁটে যাও
তার কি মন খারাপ হয় কখনো?
তোমার প্রিয় ফুচকার দোকানকে
আমার খুব ঈর্ষা হয়।
আমার মনে হয়
তোমার আমার শহরের মাঝখানের
সবটা যান্ত্রিক দূরত্ব
আমি মুছে ফেলি ভালোবেসে।
আমি হয়ে যাই তোমার খুব চেনা কোনো পথে
শুধু তোমাকে
ভালোবাসার ফেরিওয়ালা।
2020-08-03