তোমাকে এভাবে ভালো লাগছে না প্রিয়।
মানাচ্ছে না একদম।
আমি তোমার দিকে তাকালে,
এখন দেখি বিজ্ঞাপনী হাসি।
তোমার উচ্ছল উজ্জ্বল চোখের মায়া ঢেকে গেছে কন্টাক্ট লেন্সে।
এই যে এতো এতো লাইট,
মেকাপ এতো হাইলাইট করে তোমাকে দেখানো,
তার ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছো তুমি!
আচ্ছা তোমার বিজ্ঞাপনী ছদ্মবেশ কি জানে,
তুমি নিজের আলোতে ঠিক কতোটা উজ্জ্বল?
প্রেমিকের বুকে কতোটা স্নিগ্ধ তুমি?
আজকাল তোমাকে আমার আর ভালো লাগে না।
মিথ্যের যে শহর তুমি চিনেছো,
প্রেমিকের পথ ভুলে-
আমি জানি সেই শহর তোমাকে চিনবে না কখনো।
সেই তুমি আমার তুমি নও।
প্রেমিকার অভিনয়ে তুমি যতোটা না সাবলীল,
তারচেয়ে সুন্দর ছিলে প্রেমিকায়।
আমিতো প্রেমিকের ঠোঁটের সিগারেটে
তোমার হৃদয়ে রক্তক্ষরণ দেখেছি।
আমি দেখেছি কি অদ্ভুত মায়ায় জল গড়ায় তোমার চোখে।
ওই শহরে তুমি ভালো থাকার অভিনয় করো
অন স্ক্রিন, অফ স্ক্রিন সবটা জুড়ে অভিনয়!
তোমার সেই অভিনয়টাই আমাকে ভীষণ পোড়ায় প্রিয়।
তোমার মিথ্যে হাসি দেখতে দেখতে,
পুড়ে যায় আমার প্রেমিক মন।
চলে যাওয়ায় তো বাঁধা ছিলো না প্রিয়।
তোমাকে তো ঘুড়ি বানাইনি কখনো।
বরং চেয়েছি,
তুমি খুব করে প্রজাপতি হও।
মন চাইলেই এসো আমার বাগানে।
মন না চাইলে কক্ষনো নয়।
তবু তোমার মুখেই কেন মিথ্যের হাসি খেলে।
খুব করে কেঁদে নাও না একবার।
মন চাইলে চলে এসো।
আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদো।
আটকাবো না, থেকে যাওয়ার বায়নাও করবো না।
শুধু তোমার মিথ্যে হাসিতে আমায় হৃদয় জুড়ে যে রক্তক্ষরণ, তা বন্ধ করে যাও।
তুমি হাসো, মন খুলে হাসো।
আমার যে মন তুমি ভেঙ্গে গেছো,
তার বিনিময়ে তোমার হাসি মুছে যাবার দাবীতো কখনো তুলিনি।
এভাবে তোমাকে ভালো লাগছে না প্রিয়।
আমি তোমার দিকে তাকালে,
এখন দেখি বিজ্ঞাপনী হাসি।