বাংলা কবিতা, তৃষ্ণা কবিতা, কবি মুহতাসিম তকী - কবিতা অঞ্চল
4.7/5 - (3 votes)

আপনি বললে সহস্র ঠোঁট উপেক্ষা করে চলে আসতে পারি,
ভুলে যেতে পারি নিষিদ্ধ পল্লীর সমস্ত রাস্তা।
আপনি বললে,
প্রেম প্রেম খেলা থেকে অবসর নিয়ে
আমিও হয়ে যেতে পারি ভালোবাসার মানুষ।
আপনি আমার জন্য কালো টিপ পড়লে,
আমি একটা কালো ঝর্ণা কলমে
চিঠির ঝড় তুলতে পারি।
আপনি আমার ঠোঁটে ঠোঁট রাখলে,
আমি ফিরে যেতে পারি
প্রথম চুমুর অনুভূতিতে।
আমার বয়স তো বাড়ছিলোই,
আপনি হুট করে সামনে এসে থামিয়ে দিলেন কেন!
কেন একদিন একদিন করে পিছিয়ে নিয়ে যাচ্ছেন
শৈশব কৈশোরে!
আমি তো ভালোবেসে শিশু হতে চাইনি আবার!
আমি তো জানি,
প্রেমিকা চলে গেলে,
প্রেমের অভ্যাস ভুলতে
কতো সমুদ্রসম রক্তক্ষরণ হয়।
আমি তো প্রেমের খেলনা বাটি খেলায় ভালোই ছিলাম বেশ!
ভালো হবার প্রবল ইচ্ছে
জাগানোর সম্মোহনী শক্তি নিয়ে
আপনাকে কে পাঠিয়েছিলো
আমার নিষিদ্ধ নগরে?
আমার চোখে কি লেখা নেই?
আপনি কি পড়ে নেন নি
আমি ভালো নই?
আমার রাতের পর রাত কাটে নিত্য-নতুন ঠোঁটে?
তবু কেন?
আমার কবিতাতেই কেন আটকাতে হলো আপনার!
এখন আমার যে কোনো ঠোঁটেই আর তৃষ্ণা মেটে না!
আমি কার কাছে যাই?
কি ভাবে বলি?
আমিও ভালোবাসি!
আমিও সত্যিকার ভালোবসি!
আপনি বললে সহস্র ঠোঁট উপেক্ষা করে চলে আসতে পারি,
আমিও হয়ে যেতে পারি ভালোবাসার মানুষ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments