তোমার মানিয়ে নেবার সংসার,
আমার সব ভুলে যাবার শহর
সমস্ত ছাপিয়ে সুখী হও প্রিয়।
তুমি সুখী হলে,
আমি মরুভূমিকে সাগর ধরে নিয়ে,
ডুব দেবো ভুলে।
তুমি সুখী হলে,
একটা প্রাক্তন শহর ছেড়ে চলে যাবো।
চলে যাবো বহু দূরে।
তোমার শহরে,
আমার বিষাদের ছায়া দেখে,
কাঁদবে না আর।
শুধু তুমি সুখী হলে,
আমিও ভুলে যাবো সব।
ভুলে যাবো,
রিক্সার বাম পাশ
কিংবা বুকের বাম অলিন্দে,
কেন তোমাকেই চাইতাম খুব।
2020-06-24