প্রিয়তমা চলো
বৃষ্টিতে ভিজি
চুমু খাই রাজপথে।
চলো এই শহরকে
বিদায় জানিয়ে চলে যাই।
যেখানে কবিতায় গা এলিয়ে শুয়ে পরা যায়
নিশ্চিন্তে।
রোজ রোজ এতো নিয়ম
এতো বাঁধার বেড়াজাল
ভাল্লাগে না আর।
তুমি ঠোঁটের রঙে লিখো
আমার নাম।
আমি ডুবে যাই প্রেমে।
রাষ্ট্র-সমাজ সব চুলোয় যাক ছাতা।
এই সমাজের
আশালীন চোখে আমি পেচ্ছাব করে দেই।
যারা পর্দাহীন চোখে
পর্দাহীন মনে দ্যাখে তোমাকে।
আর বলে পোষাক, আরো পোষাকে ঢাকো নিজেকে।
তোদের চোখের পর্দা কই হারামজাদা!
আমি পড়ে নিয়েছি মন তোদের
যারা চোখ বন্ধ করেও
মেপে ফেলিল বুক,নিতম্ব ও আরো অন্যান্য।
আর মুখে বলিস
পোষাক পরো, আরো পোষাক।
তোদের চোখের পর্দা কই হারামজাদা?
প্রিয়তমা
ভয় নেই তোমার!
এই নগ্ন গোপন চোখের শহরকে
ছুটি দিয়ে
আমরা চলে যাবো,
দূরে বহুদূরে।
তুমি ঠোঁটের রঙে লিখো
আমার নাম।
আমি ডুবে যাই প্রেমে।
রাষ্ট্র-সমাজ সব চুলোয় যাক ছাতা।