তোমার নগ্ন শরীরে
সঙ্গম নামের কবিতা লিখে দিয়ে,
আমি চলে যাবো।
যদি আমাকে রাখো,
ফিরে আসবো বিরহ কিংবা প্রেমের কবিতায়
আমাদের আর একটা প্রেমের বিকেল হবে হয়তো,
একটা সংসার।
তোমাকে প্রেমের আলিংগনে ছুঁয়ে,
আমার আর মনে পড়বে না,
এই ছোট্ট জীবনের খাতায়
কার জন্য কতোগুলো চুম্বন লেখা ছিলো।
সর্বশেষ প্রেমিকা তোমাকে বলছি,
তোমাকে আমি ভালোইবাসি।
তোমাকে ভালোবাসি বলে,
আমি ভুলে যাবো কতোবার কতো চুম্বনে
আমি প্রেম খুঁজেছি মৃত্যুসম তৃষ্ণায়।
তবু জেনে রাখো,
প্রথমবার কৈশোরে যার হাত ধরে ফেলেছিলাম
কিছু না বুঝেই,
তাকে আমি এখনো ভুলিনি।
আমি তার ঠোঁটে কখনো চুমু আঁকিনি জানো।
কোনো সঙ্গমে লিখিনি কবিতা।
তবু তাকে আর ভোলা হলো কই!
প্রথম প্রেম বুঝি শরীরে হয় না কখনো।
ভালোবাসবার তৃষ্ণায় যেই প্রেম,
তাকে আর ভুলে যাই কি করে বলো।
তবু যদি ভালোবাসো,
যদি ফিরে আসো-
সর্বশেষ প্রেমিকা তোমাকে বলছি
আমাকে জড়িয়ে ধরো,
আমাকে ভালোবাসো,
যতোটা ভালোবাসলে
বয়সকালে তোমাকে প্রথম প্রেমিকা মনে হয়।
2021-10-01