আমাকে একটা কবিতা দিবা কেউ প্লিজ।
আমার কোনো কবিতা হচ্ছে না।
প্রেম না শুধু একটা কবিতা চাই।
একটা কবিতার ঠোঁট,
কবিতার হাসি,
আর বুকের কাছে চিন চিন করা ব্যথা।
ব্যথা থেকে পালাতে পালাতে
আমি পালিয়ে যাচ্ছি কবিতা থেকে।
কিন্তু পালাতে চাইছি কই!
আমি বোধহয় হারিয়ে যাচ্ছি!
আমাকে একটা কবিতা দিবা প্লিজ?
আমাকে একটা কবিতার মূহুর্ত দাও
আমাকে হাসাও কাঁদাও
কিচ্ছু পরোয়া করি না!
শুধু একটা কবিতা
একটা কবিতা আমাকে দাও।
তোমরা যে কেউ,
একবার কবিতা হয়ে আমার কাছে এসো।
কবিতা না হবার গোপন চিৎকারে
আমি মরে যাচ্ছি রোজ।
আমাকে একটা কবিতা দিবা কেউ প্লিজ।
আমার কোনো কবিতা হচ্ছে না।
প্রেম না শুধু একটা কবিতা চাই।