আমাদের কখনো দেখা না হোক
এই ভীষণ বিষাদে।
তোমাকে কবিতায় লিখেছি বলে
আমাকে যে যাবজ্জীবন
কারাদণ্ড দিয়ে গেলে,
সেখানে তোমার ইচ্ছে ভ্রমণের প্রয়োজন নেই কোনো।
এই শহরে প্রেমের ডাক পাঠানো কবুতর
সব নিয়ে ছেড়ে গেলে মৃত কাকেদের বাসা।
যাচ্ছো যাও।
তুমি আর ফিরে এসো না ভীষণ বিষাদে।
কবিতায় তোমাকে লিখেছি বলে
যেদিন মিথ্যেবাদীর সিলমোহর পড়লো খাতায়
কবিতারা সেদিনি মরে গেছে।
তুমি কারে যাবজ্জীবন বিরহের জেল দিয়া গেলা বলো তো!
মৃত কবিদের কি জেল জরিমানা হয়?!
2021-05-20