কতোবার কদমের মরশুম এসে বুকের কাছে হাহাকার করে যায়।
এখন আর গাছে গাছে কদমের খোঁজে ঘুরি না।
আধ খাওয়া সিগারেট পিষে ফেলে,
মাড়িয়ে যাই ফুলের দোকান।
ওরাও কেউ ডাকে না আর।
ফুল দেবার হাত ছুটে গেলে,
বুকের কাছে বুঝি অবাঞ্চিত সিলমোহর পড়ে যায়।
কেউ ডাকে না, কেউ খোঁজে না।
কদমের জন্য অপেক্ষা ফুরিয়ে গেছে আমার।
আর আমার জন্য ফুল দোকানীর।
প্রেমিকারা হাত ছেড়ে যায়,
মন ছেড়ে যায় না।
কদমের মরশুম আসে,
আমি একটা ফুল দেবার ছল খুঁজে পাই না।
আধ খাওয়া সিগারেট পিষে ফেলে,
মাড়িয়ে যাই ফুলের দোকান।
মরশুমি কদম এসে বুকের কাছে হাহাকার করে যায়।
2020-06-26