এরপর প্রেম হলে,
প্রেমিকার টিপ জমিয়ে রাখবো।
প্রেমিকার চোখের জল চেয়ে নেব ছুঁয়ে দেখতে।
এরপর প্রেম হলে,
আমি প্রেমিকার ঘরে চোর হবো।
প্রেমিকার সমস্ত ঘ্রাণ, স্পর্শ –
সব সবটা চুরি করে রেখে দেবো।
এরপর প্রেম হলে,
সমস্ত ভালোবাসা চুরি করে,
ফেরার হয়ে যাবো।
শালা প্রেমিকা চলে গেলে আর ফেরে না।
ঘুমের অভ্যাসে তার ঘ্রাণ-কন্ঠ,
কিচ্ছু থাকে না।
এরপর প্রেম হলে,
আমি সব জমিয়ে নেবো।
প্রেমিকারা চলে গেলে,
চেয়ে নেয়া চোখের জলে,
মন ভেজাবো খুব।