আপনারে ভালোবাসি বইলা
বুকে কাছে মস্ত পাহাড় ডিঙ্গাইয়া
প্রতিদিন আপনার সামনে হাজির হই।
লজ্জা অপমানের মাথা খাইয়া দাঁড়ায় থাকি।
যদি একবার আপনার মনে কয়
একটু তাকায় দেখি না ওর দিকে।
আপনারে ভালোবাসি বইলা
সমস্ত কাজ ফালাইয়া ছুইটা চইলা যাই।
দিনের পর দিন মিছা কথা সাজাই।
কি কইলে আপনেরে দেখা যাইবো।
আমি তো আর প্রেমিক না আপনের
যে চাইলেই লাল নীল শাড়ি পইরা সামনে
আইসা খাড়াইবেন।
আপনারে ভালোবাসি বইলা
সব মাইনা নিছি।
একটা আস্ত জীবন সিনেমায়
বাইছা নিছি এক্সটা ক্যারেক্টর।
যার প্রয়োজন না হইলে
ডাক পড়ে না কোনদিন।
যারে কোনো দিন
প্রেমিক কওয়া যায় না।
আপনারে ভালোবাসি বইলা
বুকের কাছে দুঃখ পুইষা রাখি।
আর প্রতিদিন নিজেরে শেখাই
ক্যাম্নে একলা থাকোন লাগে।
মইরাও তো যাওন যাইবো না।
মরলে কিচ্ছু চিন্তা না কইরা
কইয়া ফালাইবেন কাপুরুষ।
আপনের কি দোষ কন।
আমরা শালা মানুষের জাতটাই খারাপ।
কেউ বুক চিইতা ভালোবাসতে আইলে
আমাগো ভাল্লাগে না।
আমরা খুঁজি,
খুঁইজা খুঁইজা বেড়াই
কই গিয়া মন বন্ধক দিলে
রাইতের ঘুম হারাম হইয়া যাইবো।
কই গিয়া ভালোবাসি কইলে
গলা দিয়া ভাত নামবো না।
যার দিকে তাকাইলে
না পাওয়ার বেদনায় বুক টনটন করবে,
চোখের জল লুকানোর জায়গা পাওন যাইবো না।
আমরা তারেই গিয়া কই ভালোবাসি।
আপনারে ভালোবাসি বইলা
এই বুকের কাছে মস্ত এক পাহাড়।
কতো প্রেমিকা আইলো গেল সব
থুইয়া
একটা আস্ত জীবন সিনেমায়
বাইছা নিলাম এক্সট্রা ক্যারেকটার।
2021-01-14