বাংলা কবিতা, আশ্রয় প্রার্থী কবিতা, কবি মুহতাসিম তকী - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

প্রিয় অপ্রেম
আমাকে ক্ষমা করুন।
আমাকে আপনার চোখের মায়ায়
একবার প্রান ভরে কেঁদে নিতে দিন।
আমি চলে যাবো –
অথবা থেকে যাবো আপনার থেকে নিকটতম দূরত্বে
যেমনটা আপনি চান।
আমার আর প্রেম চাই না কোনো।
আমাকে একটু ভালোবাসতে দিন।
ভালোবাসায় দম নিতে দিন
আমার মতো করে।
আপনার প্রচন্ড মন খারাপ
আমাকে বলুন,
আমাকে ঠাঁই দিন
আপনার বিষন্ন জানলায়।
সুখের দিন আমি চাই না কখনো আর।
আমি চাই,
একটা ভালোবাসাহীন বিকেলে
আপনার মন খারাপ হলে,
আমার সমস্ত প্রানশক্তির বিনিময়ে
আপনার মুখের একটু খানি হাসি।
আমি আপনার গলার কাটা হতে চাই না কখনো।
আমি চাই ঠিক আগের মতোন
মন খারাপে একটু আশ্রয় ভাবুন আমাকে।
আমাকে বলুন আপনার সমস্তটা।
বুকের ভেতর গুমরে মরবেন না প্লিজ।
আমাকে ভালোবাসতে হবে না,
আমাকে ভালো রাখতে হবে না।
আমাকে জিজ্ঞেস করতে হবে না
কতোটা অবহেলায় আমি কেঁদে উঠি।
এসবের কিচ্ছু চাই না আমি।
আমি চাই একটা কবিতা মুগ্ধ
প্রেম প্রজাপতি হয়ে উড়ে যাক
বুকের কাছে,
যাকে ধরা যায় না,
ঘরে বাঁধা যায় না।
শুধু ভালোবাসা যায়।
প্রিয় অপ্রেম
আমাকে ক্ষমা করুন।
আমাকে আশ্রয় দিন
আপনার চোখে।
এই নিরেট পাথর হয়ে যাওয়া বুকে
আবার বন্ধুর মতোন হেসে,
আমাকে খুব করে
কাঁদিয়ে ফেলুন একবার।
আমি চলে যাবো –
অথবা থেকে যাবো আপনার থেকে নিকটতম দূরত্বে
যেমনটা আপনি চান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments