ধর্ষণ ক্লিষ্ট মায়ের বুকে
আমি আর কি প্রতিবাদ করবো।
আমার মায়ের শাড়ির আঁচলে
রক্তের দাগ ছিলো সত্যি!
বীর সন্তনের রক্ত!
এখন চোখ মেলে দেখলে
আমি দেখি
রক্তে ভেসে যাচ্ছে সবুজ জমিন।
শহীদের রক্তে মিশে যাচ্ছে
আমার ধর্ষিতা বোনের
বিন্দু বিন্দু জমিয়ে রাখা সম্মান।
আমি আর কি বলবো।
যদি খুনী হয়ে যাই,
আমার বিচারের কোনো ত্রুটি হবে না তো?
ভাতের অভাবে চুরি করলেও শাস্তি হয়।
কিন্তু ধর্ষণ!
তার জন্য তো পোষাক দায়ী!
এক মগজ ভর্তি নগ্নতা নিয়ে ঘোরা
আমার সমাজে ধর্ষণের জন্য দায়ী
নাকি বাহ্যিক পোষাক!
তোমরা একবার বলো,
খুনীর সঠিক বিচার হবে।
আমি আর ধর্ষণের বিচার চাইবো না।
নেমে পড়বো রাজপথে।
আমার মায়ের আঁচলে
যারা আপমানের রক্তে
হলি খেলে-
তাদের রক্তে খুনী হবো একবার।
তোমরা একবার বলো,
খুনীর সঠিক বিচার হবে।
আমি আর ধর্ষণের বিচার চাইবো না।
2020-10-02