আমার কাউকে মনে করার নেই,
নেই কিচ্ছু মনে করাবার।
আমি নিতান্ত অভ্যাসে, বদ-অভ্যাসে
হাঁটি চেনা পথ।
খুঁড়ে দেখি প্রাক্তন সুখ যতো।
ফিরবার আশায় ফিরি না প্রিয়।
আমি জানি একবার মুখ ফিরিয়ে নিলে
ফিরতে হয় না কখনোই।
নিতান্ত অভ্যাসের বসে
আমি করে ফেলি পুরাতন বদ-অভ্যাস।
ঘ্রাণ নেই তোমার সদর দরজায়
তুমি ভালো থাকবার বার্তা জানানো ফুলের।
চুপিসারে ফিরে আসি।
আমি জানি বদ-অভ্যাস ছাড়তে হয়।
আমি মানি বদ-অভ্যাস ভুলে যেতে হয়।
তবু নিতান্ত বদ-অভ্যাসে মাড়াই তোমার পথ।
আমার কাউকে মনে করার নেই,
নেই কিচ্ছু মনে করাবার।