আপনাকে ভালোবাসবার মতোন মধুর ভুল আমার আর হয়নি কখনো।
আমি জানতাম না আমারো কারো জন্য চিনচিন করে বুকের বামপাশ।
আপনার হাসিতে বুকে বসন্ত জাগে।
এমন মধুর ভুল আমার আর কখনোই হয়নি।
আমার সমস্ত মন খারাপের প্রহর ছাপিয়ে
ইচ্ছে হয় আমি আপনাতে লুকিয়ে যাই খুব।
আপনাকে বলে ফেলি আমাকে ভালোবাসুন প্রিয়।
আমার হুট করে ভালোবেসে ফেলা মূহূর্ত পূর্ণ করে দিন।
আমাকে দিয়ে দিন আপনি থেকে তুমি বলবার অধিকার।
আপনার পাণিপ্রার্থী সকলের মতো
মায়ার চাদর হয়তো আমি নই।
আমি হয়ে যেতে আপনার ভালোবাসার একান্ত আবদার।
আপনার রাত করে বাড়ি ফেরবার অভ্যাসের
একমাত্র পিছুটান।
আমাকে ভালোবাসুন।
আমাকে ভালোবাসুন খুব করে।
নয়তো ভালো থাকুন।
থেকে যান আমার মন খারাপ কিংবা মন খুব করে ভালো হবার অজুহাতে।
আমাকে দিয়ে দিন আপনি থেকে তুমি বলবার অধিকার।
প্রিয় আপনাকে ভালোবাসবার মতোন মধুর ভুল আমার আর হয়নি কখনো।