একবার এদিকে তাকান প্লিজ,
লুকিয়ে যাচ্ছেন কেন?
আপনি বললে,
আমার কবিতায় আর কোনো বিরহ লিখবো না জানেন?
আমি কি আপনাকে একটা শাড়ি কিনে দিতে পারি না
বলুন?
আমার যে ইচ্ছে করে ভীষণ।
আপনার লাল পাড় সাদা শাড়িতে,
আমার কোনো স্পর্শ নেই!
কি অদ্ভুত না বলুন!
আমার ইচ্ছে করে,
আপনার কপালে একটা কালো টিপ ছুঁয়ে,
আরো কিছুদিন বেঁচে থাকি।
আপনাকে বলি,
আমার থেকে নিজেকে লুকাবেন না আর।
আমি মরে যাবার আগে,
একটা মায়ার আঁচল পেতে দিন।
আমাকে বলুন,
কোনো ভয় নেই!
এইতো আমি আছি!
2021-10-01