বাংলা কবিতা, আমার আর কবিতা হবে না কবিতা, কবি মুহতাসিম তকী - কবিতা অঞ্চল
5/5 - (2 votes)

আমার আর কোনোদিন কবিতা হবে না জানি,
তোমার যোনি, তোমার ঠোঁট
আর তোমার ভালোবাসায়
ঝুলছে মস্ত এক তালা।
আমি জানি আমার আর প্রেম হবে না।
আমার প্রেমিক মৃতদেহ পায়ের নিচে পিষে
আমি প্রতিদিন চলে যাই পানশালায়।
আমি জানি,
প্রিয় ঠোঁটে সাড়া না মিললে
ভাড়া করা ঠোঁটে কোনো কবিতা আসে না।
সব স্তনে ভালোবাসার ফুল ফোটে না।
আমাকে তোমরা খুনি বলতে পারো।
বলতে পারো মাতাল,লম্পট
কিংবা যা খুশি তাই।
তবু আমি ঠোঁটের পর ঠোঁট বদলাবোই।
ভুলে যাবো প্রিয় শয্যা।
আমি বুকে খুব করে ধরে রাখা প্রেমিকার গন্ধ,
উড়িয়ে দেবো নিকোটিনে।
আমি জানি- আমি জানি
আমার কেউ নেই।
আমাকে বলবার কেউ নেই
আমার জন্য একটা কবিতা হবে প্রিয়?
বর্ষাকদম থেকে অলকনন্দা,
প্রেমিকাদের প্রিয় ফুল সব উপহাস মাত্র।
আমার প্রেমিক মৃতদেহের কোন সৎকার হয়নি বোধ হয়।
তাই বারবার, বারবার
মাতাল, লম্পটের খোলস ছাড়িয়ে,
বেরিয়ে আসতে চায় প্রেমিক হৃদয়।
প্রিয় প্রেমিকা তোমার যোনি মেলে ধরো,
কিংবা ভালোবাসার উদাত্ত বুক।
আমাকে নিয়ে নাও আবার।
অথবা মেরে ফেলো পুরোপুরি।
ভালোবাসা ফুরিয়ে গেলে,
তোমার ডাকনাম যেমন বদলে যায়,
আমাকে বদলে দাও অন্য মানুষে।
আমি জানি আমার আর কবিতা হবে না।
তোমার যোনি, তোমার ঠোঁট
আর তোমার ভালোবাসায়
ঝুলছে মস্ত এক তালা।
আমার প্রেমিক মৃতদেহ পায়ের নিচে পিষে
আমি প্রতিদিন চলে যাই পানশালায়।
আমি ভুলে যেতে চাই
আমার প্রিয় ফুল কী ছিলো,
কী ছিলো তোমার প্রিয় রং!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
আহম্মেদ জিসান
2 years ago

অসাধারণ কবিতা। যাস্ট অসাধারণ। আজ থেকে আমার প্রিয় কবিতার তালিকায় ঢুকে গেল। আপনিও কবি।