বাংলা কবিতা, শখ কবিতা, কবি তানভীর সিকদার - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

নেকের অনেক কিছু হবার শখ থাকে,আমি জন্ম থেকেই কবিতান্ধ মানুষ, 

কর্পোরেট জগত আমাকে টানেনি, আমাকে টানেনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবার শখ।
তবে আজকাল আমার বড্ড শখ হয় আপনার বাসার ওই চিমচাম বেলকনি হতে!
রোজ কতো শতোবার বেখেয়ালি মন খারাপ ভর করে আপনার উপর, হেমন্ত পেরিয়ে মনাকাশে আষাঢ় দেখা দিলেই, আপনাকে বেলকনি ছুঁতে পারে। ছুঁতে পারে টবে ঝুলে থাকা নীল অপরাজিতারা। মায়াবী মুখটাতে আনমনা ভাব নিয়ে আকাশে চোখ রাখা আপনাকে দেখে দেখে একদিন ফুলগুলো ঝরে গিয়েও কীযে শান্তি পাবে! ভাবতেই আমার এক্ষুনি মানুষজন্ম পাল্টে ফুল হয়ে যেতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে আপনার ওই ড্রেসিং টেবিলের আয়না হয়ে যেতে। যার সামনে দাঁড়িয়ে নির্বিঘ্নে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন শ্রীহীন দেখানো যাবতীয় খুঁত। সবাই আপনার ছোঁয়া পায়, দেখতে পায় আয়নার মতো প্রাণভরে। কেবল মানুষ হওয়ার কারণেই মানুষকে এখানে অতো সহজে ছোঁয়া যায় না। মানুষের ছোঁয়াছুঁয়িতে নাকি পাপ থাকে, পাপ থাকে দৃষ্টি এবং অদৃশ্য কল্পনায় আপনাকে ভাবাতে। আমি জানি, সৌন্দর্য বিচারে আপনি টিথুনাসের আরোরা কিংবা আফ্রোদিতি নন। নিতান্তই মৃম্ময়ী কেউ। তবু কেনো আপনাকে দেখে আমার অতকিছু হবার শখ জাগে? বেলকনি অথবা নীল অপরাজিতা হবার শখ আমি অকপটে বলে ফেলেছি যদিও। কিন্তু বুকের খুব গভীর সুড়ঙ্গের ভেতর লুকিয়ে রাখা একটি শখ আমাকে উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত, অথচ হারিয়ে ফেলার ভয়ে শরমিন্দা মুখে কখনোই বলা হয়নি সে শখের কথা, বারবার আমি বেলকনি কিংবা নীলঅরাজিতার কথায় বলতে পেরেছি, বলতে পেরেছি আপনার স্পর্শ পাওয়া আরো অনেক কিছুর কথা। আমার নির্লজ্জ মনটার যে আপনাকে পাওয়ার বড্ড শখ, সে কথা আমার কখনোই বলা হয়ে উঠেনি….

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments