জীবনের ডায়রীতে থাকে কিছু ভুল,
ভুলগুলো শোধরিয়ে হয়ে উঠি ফুল।
অমানিশা সময়ের ঝেড়ে ফেলে ঘোর,
আঁধারের দোর ঠেলে আসে দেখো ভোর।
হিংসাটা ভুলে গিয়ে মেলে দিলে বুক,
বারুদের পৃথিবীতে আসবেই সুখ।
জীবনের ডায়রীতে থাকে কিছু ভুল,
ভুলগুলো শোধরিয়ে হয়ে উঠি ফুল।
অমানিশা সময়ের ঝেড়ে ফেলে ঘোর,
আঁধারের দোর ঠেলে আসে দেখো ভোর।
হিংসাটা ভুলে গিয়ে মেলে দিলে বুক,
বারুদের পৃথিবীতে আসবেই সুখ।