4/5 - (1 vote)

যুদ্ধ আমাকে আহত করে যেন শিশুকে ছেড়ে চলে গেছে তার মা।
তোমরা বলেছ অলিম্পিয়ানদের সাথে টাইটান যুদ্ধের কথা, বলেছ নাৎসিদের শিরায় ইহুদীদের ভস্মীভূত হবার কথা।
কেমন করে বাকুর পাহাড়ে ভাসে আর্তনাদ, কত হাহাকারে সবুজ জমিনে নেমেছে কালো বরফের বিষাদ।
ঊনষাট থেকে পঁচাত্তর বত্রিশ লক্ষ ভিয়েতনামের সাধারণ মানুষ শব হয়েছিল, সাম্রাজ্যবাদীদের কামানের গোলায়,
আমি সত্যি দুঃখ অনুভব করছি, শোক প্রকাশ করছি লাল বেদনার গানে, প্রতিটি কালো অক্ষরে।
দুঃখ অনুভব করছি ইসরাইল সীমান্তে ঝাঁঝারা লেলিহান ফিলিস্তিন যুবকের জন্য,
হঠাৎ ঝাউ বৃক্ষের মতন বেরিয়ে পড়েছিল কামানের বারুদে পোড়া যার ফুসফুস।
দুঃখ অনুভব করছি ঠিক তেমন, একটি উচু তলা ভবনের কার্নিশের শেষ ধারে যখন এসে পড়ি,
তবে এর চেয়ে বেশি দুঃখ, ত্রিশ লক্ষ শহীদের গণ কবরের অসহ্য দংশনে।
একবার অঙ্ক কষে দেখো, আড়াই লাখ নারী, ভেড়ার উলের মত যাদের কোমল স্তনে বসেছিল সরীসৃপ হায়েনার লাল দাঁত,
যোনিতে যারা ভেদ করিয়েছিল বিষাক্ত ধনুকের ফলা, গোলাপ রঙিন তনুতে নেমেছিল কাফন সাদা থান,
আমাদের ইস্পাত যুবকেরা যাদের রক্ত ছিল সূর্যের চেয়ে বেশি গরম, যাদের শিশ্নাঙ্গ ওরা উন্মুক্ত করেছিল রাজপথে।
আমি ঘৃণা করছি সেইসব হিংস্র জানোয়ার খুনিদের, একটা ক্ষুধার্ত নেকড়ের চেয়েও বেশি গোপনে আর সতর্কতায়,
পঁচিশে মার্চে শহরে শহরে জলপাই রঙাট্যাংক নামিয়েছিল, অন্ধকার রাজপথ হয়েছিল কৃষ্ণচূড়া,
তুমি কি ভুলে গিয়েছ, সেইসব শোকের শোণিত দিন!
আমি জানি স্মৃতিভ্রষ্ট জাতিকে জাগাতে আরেকবার তুলে ধরতে হবে শব্দের তলোয়ার,
চিৎকার করে বল, ১৪ই ডিসেম্বর তোমাকে করেছে নির্বিকার অবোধ শিশু,
যেন করোটির সব ঘিলু কুড়িয়ে নিয়ে খুলি ফেলে রেখে গেছে ওরা।
আমি ঐ কাপুরুষ পরাজিতদের ঘৃণা করি,
ঘৃণা করি ঐ শুঁড়িখানার মাতালদের যারা ভুলেছিল স্বাজাত্যবোধ,
আর যাদের টুপি পরা মাথা নত হয়েছিল হায়েনার কালো বুটে।
তোমরা আরেকবার বল তোমার পূর্বপুরুষের কথা, এই অন্ধকার রাত্তিরে উঁচু করে ধরো বিজয়ের লন্ঠন,
বল তাদের বুক থেকে ছোটা জমাট রক্তেই পতাকায় পেয়েছ জবার মত লাল বৃত্ত।
উৎখাত কর যারা বেঁচে দিয়ে নিজেদের মাকে, কিনতে চেয়েছিল প্রমোদ জাহাজ,
ফাঁসির দড়িতে ঝোলাও ওদের হৃদপিণ্ডহীন অকৃতজ্ঞ শরীর,
টুটি ছিঁড়ে জিহবায় বসিয়ে দাও মরচে ধরা পেরেক যারা অস্বীকার করে একাত্তর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments