আমি তোমাকে চাই পুরোটাই,
তোমার গোটা মহাদেশ, ধনুক গ্রীবা থেকে উলম্ব কপাল।
তোমার হৃদপিণ্ড, যেখানে রক্তকণিকারা দিনরাত সরব,
আর মাথার খুলি, যেখানে বিশুদ্ধ ভাবনারা করে বসবাস।
তোমার গনগনে সূর্য রাগ, যখন ইকারুসের ডানায় ঝলসে পড়ে রোদ,
দিনের শেষে ঘেমো তীব্র গন্ধ, ওটুকুও আমি চাই।
শুধু আমারই ওষ্ঠে লুট হোক তোমার সুগঠিত গোটা শরীর,
অর্ধেক হয়ে যদি আসো, তবে ফিরে যাও পুরো পথ ঘুরে।
তোমার সবটুকুর একচ্ছত্র অধিকার আমারই চাই,
যেন ঈশ্বরের পর তোমাকেই গড়েছি অনুভবে একমাত্র এই আমি।