3.7/5 - (4 votes)
ভাঙিল ভারত,ভাঙিল পাকিস্তান, জাগিল আমার দেশ
কিসের প্রদেশ, কিসের উপনিবেশ, স্বাধীন কর বাংলাদেশ। 
কিসের দিল্লি, কিসের পিন্ডি, কিসের কলকাতা?
ঢাকাই আমার কবিতার খাতা, মাথার উপর ছাতা।
চাইনা লাহোর,চাইনা করাচি, চাইনা বেলুচ সিন্ধু। 
চাই শুধু আমি,মুক্তি দাও তুমি,আমার বঙ্গবন্ধু। 
কে তুই ভুট্টো, কে তুই নিয়াজি, কে তুই উজবুক?
এই দেখ মুসাম্মত,দেখ তাঁর হিম্মত, নামা তোর বন্দুক। 
পাঞ্জাবিরা বেশ, পশতুরা খেশ, না-লায়েক শুধু বাঙালি? 
অন্তর ভরা জালি, মুখে মুখে গালি, কেন দিলে? পাকিস্তানের মুখে কালি।
হে রে কালী,চল না যুদ্ধে চলি,খানরা হাঁকিছে হুঙ্কার 
ওজস্বী রাগে,জেগেছে বাঙালি,প্রলয়ে শত্রুর বাংকার
মহেন্দ্রগঞ্জ থেকে মেলাঘর,হরিণা থেকে বাঁশতলা,শত সালাউদ্দিনের গর্জন
হামারি পাকিস্তান,আজ হামারি গোরস্থান,কেন ভ্রাতৃত্ব বিসর্জন?
এ আমার নূতন সুজন,স্বাধীন বাংলার বুকে
শত্রুর বুকে দুমড়ানো শিহরণ,ইন্দ্রজাল,অংশুমাল চোখে
হে আমার নন্দিনী,
দায়গ্রস্ত হস্তে, ন্যাস্ত করে গেলাম তোমায়,একচুল
বাংলার কৃষাণ,বাংলার নিশান,বাংলা মায়ের কোল।
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments