বাংলা কবিতা, সত্য বলবে না কবিতা, কবি তামান্না সুলতানা তুলি - কবিতা অঞ্চল
3.7/5 - (6 votes)

এরা মদের কথা বলবে, মাতালের কথা বলবে
বেশ্যার কথা বলবে তবুও সত্য বলবে না ।
এরা ভিক্ষা চাইবে, উপহার চাইবে, পুরস্কার চাইবে
কিন্তু মেরুদণ্ড চাইবে না
পোষাপাল গাধা হবে, বলদ হবে, কুকুর হবে
পায়ের কাছে নত পড়ে থাকবে
লাফি, ঝাঁটা, এঁটোকাঁটা খাবে
তবুও বলবে না, চিতকার করবেনা।

কবিদের বুক বার্ষিক বাজেটে সীল মারা
তেলতেলে, চকচকে নোটে বিকিয়ে যাওয়া বারুদ
পরিত্যক্ত বুলেটের কবিরা দলীয় শয়তান একেকটা
খায় দায় বগল বাজিয়ে শিনা টানটান করে হাঁটে।

মঞ্চের প্রথম সারিতে বসে করে হাতের তর্জমা
রাজকবিতে ভরে গেছে রাজনীতির এ্যাকোরিয়াম
পশুখাদ্যের এত দুর্মূল্যের বাজারে এরা শ্যাম্পেনের কবিতা পড়ে, কুকুরকুণ্ডুলী পাকিয়ে যায়-আসে এপার-ওপার বাংলা।

কবিতা এখন খুব জনপ্রিয় ব্যবসা
মদ, মাগী ও মাতালের পিঠে মূলধনহীন বিনিয়োগ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments