বাংলা কবিতা, কবিতা -১ কবিতা, কবি তামান্না সুলতানা তুলি - কবিতা অঞ্চল
3.7/5 - (6 votes)

মানুষের ক্যারাভান এখানে এসে থেমে গেছে
কপাটের পাশে ক্ষুধার শিল্প, খুব হাসছে ভাস্কর
কেমন হাসি হে , কিসের হাসি !
আর্তনাদের মতো তার ডেবে যাওয়া চোখ শিল্প করে
হাসতে হাসতে স্তন, জঙ্ঘা, জরায়ু লক্ষ লক্ষ স্পার্ম নিয়ে
একটা ডিমের খোঁজে কবর খোড়ে-
দু’শতাধিক হাড়ে তখন লাইট জ্বলছে- নিভছে
গান গাইছে শতছিন্ন পোশাকী গায়ক
উকুলেলে, বেহালা না গিটার হে গায়ক?
বিসমিল্লা খানের সানাই না মীরার কান্না
ভদকা, হুইস্কি না বাঙলা মদ হে পুরুষ ?
অম্ল রসায়নে বিরক্ত পাকস্থলী-
পেঁচিয়ে পেঁচিয় টান ধরে ধনুকের ছিলা
আলসার না ক্যান্সার না শুধু মাত্র ক্ষুধা, হে লেখক
তোমার পেনে কি, পেপারে, পেনড্রাইভ আর মনিটরে
কোথাকার ভিয়েতনাম, কোন আরবের অবনমিত স্বাধীনতা,
কীসের যুদ্ধ, কিসের অস্ত্রকথা?
নারী, শরীর, শর্বরী, মদ-মাংস কিসের কবিতা ?

ব্যারাক খুলে পুলিশের রাইফেল, লেফট রাইট লেফট রাইট….

ভেঁপু বাজিয়ে রাত-দিন এক করে ফেলা কিশোরের দঙ্গল
পেরিয়ে যাচ্ছে স্কুলের কাল-
যখন প্রজাপতির পেছন পেছন সমস্ত দিনের ক্লান্তি স্ট্রিট লাইটের নিচে প্রোথিত অন্ধকারে মমি হয়ে আছে
সামন্ত প্রভুর আয়েশে পথচারী কুকুরের দল শুয়ে-বসে
মরতেও পারে না! আহা মৃত্যুর কি আকাল !
ভাত নেই অভাবে পৃথিবীর কি ভীষণ আকাল!ভরা শ্রাবণে ভিজতে না পারা কুকুরীর মতো ভাদ্রের শরীর নিয়ে পার হচ্ছি বন্ধ্যাকাল

ততদিন দু’বুকের মধ্যে ফনা তুলুক সামুদ্রিক সাপ
হাড়ের ভেতর জেগে উঠুক নিশ্ছিদ্র অন্ধকার
নোনা মাংসের প্লেট চেটেপুটে খাক কুকুর-
বিপরীত শিল্পের দর্শন গোল্লায় যাক

আপাতত থ্রি চিয়ার্স ফর মাদার ফাকার আর্থ
থ্রি চিয়ার্স ফর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments