আর্তনাদ করো
হৃদপিন্ডের কাছে করুণ সানাই
সংকীর্ণ ব্যাসের শৈল্পিক কূপে ডুবে মরো
শব্দহীন হও-
যন্ত্রণার ভায়োলিন তোমাকে শিল্পী করে তুলবে।
আর্তনাদ করো
হৃদপিন্ডের কাছে করুণ সানাই
সংকীর্ণ ব্যাসের শৈল্পিক কূপে ডুবে মরো
শব্দহীন হও-
যন্ত্রণার ভায়োলিন তোমাকে শিল্পী করে তুলবে।