তোমাকে হারানোর অভিমানে
একটি ঘুঘু ডাকবে।
বিকেলের আয়ু কমতে কমতে সন্ধ্যা নামবে,
তখনও তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে।
ফসলের ঢেউয়ে ঢেউয়ে তোমাকে মনে পড়বে
তখন আমি আর কোথাও যাব না।
তোমাকে দেখতে না পাওয়ার অভিশাপে—
নদী হারাবে জল
পাহাড় হারাবে বৃক্ষ
পৃথিবী হারাবে আলো
তারপর তুমি আর কোথাও থাকবে না,
তুমি না থাকলেই প্রিয়…
শূন্যের মাঝে শূন্য রেখে চলে যাব দূরে।