আম্মাকে তো বলেই দিয়েছি
আমি আর বাড়ি ফিরবো না
তবুও আম্মা বাড়ি যেতে বলেন
আমি বাড়ি না ফিরে তোমার কাছে যাই।
একবার যাই, একবার থামি
ভাবি, তুমি যদি ভালো না বাসো প্রিয়
আমাকে সেই ফিরতেই হবে বাড়ি
আমি তোমার কাছে যাই নতজানু হয়ে ভালোবাসা চাই
তুমি ফিরিয়ে দাও ভিখারির মতো
আমি বাড়ি ফিরতে ফিরতে ভাবি…
কেন যে অযথা মনে হয়, তুমি আমাকেই ভালোবাসো!