চলে যাবার দিনে,
এখনো জানালায় বৃষ্টির ফোঁটা
এখনো দমকা হাওয়া, নিরবতা আর নোনাজলে
ভেজা মাটির সুবাস এখনো,
সন্ধ্যার আকাশে বাঁকা চাঁদ সেদিনের মতোই
গলিপথ জুড়ে হলুদ রঙ আর যাবতীয় উচ্ছাস
শুধু ধূলোমাখা হৃদয়ে, উৎসবের মহাপ্রয়াণ
বৃষ্টিস্নাত এই চলে যাবার দিনে
বেড়ে যায় বয়স এখনো আমার ।