Review This Poem

রাত ৪:০১
দরজা জানালা বন্ধ কপাট
চোখের ভেতর অজস্র ঘুণপোকা
সমস্ত চেহারায় অনিদ্রা
ডিসোপ্যানের হালকা আবেশ
শুধু মগজের ভেতর টগবগে তোমরা
উৎরে বেরোবার পথ খুজছো
যেনো রুহ কবজ হলেই সব শান্ত
যেনো গলার ভেতর আটকে থাকা আবেগ
তবু জীবনের অপচয়
আর ভায়োলেট এই দূরারোগ্য
না সারাতেই যার মহাকালের সার্থকতা

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments