মৃত্যুর আগে তোমাদের কাছে একটু আলো চেয়ে নিচ্ছি,
মিটিমিটি নয় নয়ন জুড়ানো,
যে আলো ভুলিয়ে দিবে সব
দৃষ্টির অগোচরে যা কিছু ছিলো,
যে আলো মিশিয়ে যাবে
নোনা আর্তনাদের ঝাপসা করিডোরে,
অতঃপর আবার ফেরত পাঠাবে
তোমাদের মিথ্যের আলপনা
আর যাবতীয় ষড়যন্ত্রের রংতুলি
যে তুলির আঁচড়ে মৃত্যু লেখা হয়েছে আমার
2023-02-26