আমাদের আজন্ম অপেক্ষা এক বসন্তের
যেমন অপেক্ষা লেগুনার শেষ প্যাসেন্জারের
ইনফ্লেশনের এই দুপুরে যেমন অপেক্ষা মোড়ের এটিএম বুথে
কিংবা গুম হওয়া ছাত্রনেতার তীর্থের কাক হওয়া মায়ের মতো,
আমাদের অপেক্ষা এমন এক বসন্তের
যে বসন্তের ফুলে মৃত্যুর সুবাস
যে বসন্তে বারূদ হয়ে ফোটে একদল পান্ক রকার
যার সুর ইসরাফিলের সিঙ্গার মতো ফ্যাসিবাদের কানে বাজবে, লিখা হবে তার মৃত্যু পরোয়ানা ,
সেই বসন্তের আগে
এক ঘনঘোর কুয়াশার রাত
সেই রাতে যাবতীয় অবসর ভেঙে রাজপথের সব বালুকণা বলে উঠুক
ইনকিলাব জিন্দাবাদ ।