Review This Poem

আমাদের আজন্ম অপেক্ষা এক বসন্তের
যেমন অপেক্ষা লেগুনার শেষ প্যাসেন্জারের
ইনফ্লেশনের এই দুপুরে যেমন অপেক্ষা মোড়ের এটিএম বুথে
কিংবা গুম হওয়া ছাত্রনেতার তীর্থের কাক হওয়া মায়ের মতো,
আমাদের অপেক্ষা এমন এক বসন্তের
যে বসন্তের ফুলে মৃত্যুর সুবাস
যে বসন্তে বারূদ হয়ে ফোটে একদল পান্ক রকার
যার সুর ইসরাফিলের সিঙ্গার মতো ফ্যাসিবাদের কানে বাজবে, লিখা হবে তার মৃত্যু পরোয়ানা ,

সেই বসন্তের আগে
এক ঘনঘোর কুয়াশার রাত
সেই রাতে যাবতীয় অবসর ভেঙে রাজপথের সব বালুকণা বলে উঠুক
ইনকিলাব জিন্দাবাদ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments