বাইরের দেয়াল ভেদ করে বেড়ে ওঠা একটা ফার্ণ
কিংবা ভেতরের দেয়ালের ধূলোজমা অরণ্যের ফটোগ্রাফ
বুকের উপর একটা বোতাম খোলা শার্ট
কিংবা বুকের ভেতর বেরিয়ে আসার অপেক্ষায় দীর্ঘশ্বাস
ছাদের উপর একখন্ড শরতের মেঘ
কিংবা ছাদের নিচে বদ্ধ ঘরের যাবতীয় অসুখ
তোশকের নীচে ছাড়পোকার সুখের সংসার
কিংবা তোশকের উপর অশ্রুভেজা বালিশে মুখ থুবড়ে পড়ে থাকা একটা যন্ত্রমানব
2023-02-26