ডিসেম্বরের শেষে,
থার্মোমিটারে নামছে তাপমাত্রা
শহরজুড়ে ফিরছে পাখি নীড়ে, একটু ওমের খোঁজ
হিমশীতল বাতাসের ছুতোয় আটকে রেখেছো মনের জানালা,
অথচ ঠিক তোমার বুকের খাচায় আটকে আছে এক না গলা আইসবার্গ।
অথবা এক ডোমঘর
যেনো একটু পরেই বেরুবে অটোপসি রিপোর্ট।
ডিসেম্বরের শেষে,
শীতল লাশঘর থেকে বেরিয়ে দেখছো নতুন বছর,
নতুন সুবাস নতুন জামার বোতাম
কিংবা নতুন বন্ধু নতুন কারো লাগাম,
নতুন নিয়ম নতুন শাসন নতুন আদিখ্যেতা
নতুন কোনো সন্ধি শেষে পুরোনো নিরবতা।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে,
প্রতিটি নতুন সম্পর্কের সাথে জড়িয়ে থাকে হৃদয় ভাঙার গল্প,
তাই সৃষ্টিকর্তা আমাদের হৃদয়কে করেছেন পাথর
আর তার দরজা করেছেন সিলগালা।
তাই,
চোখে রোদচশমা লাগিয়ে
ঠোঁটে দূষণকাঠি জ্বালিয়ে
পুড়িয়ে ছারখার করে দিচ্ছি অতীত
আর ভুলে যাচ্ছি নেভি ব্লু ডেনিম জ্যাকেটের পকেটে থাকা বেলিফুল।