Review This Poem

তোমার জীবন এক অসমাপ্ত শোকসভা,
যাতে নেই কোনো উৎসব, নেই অনুভূতি
তোমার হৃদয় জুড়ে এক অদ্ভুত মিনতি,
যার পুরোটাই ঘনঘোর,নেই আলোক আভা।

জ্বরের রাতের মতোই নিঃসঙ্গ তোমার ছায়া,
দৃষ্টি জুড়ে ইলুশান আর ঘোর
যেনো অনিদ্রারা দূঃস্বপ্নে বিভোর,
ঠিক ধূসর রঙের মতোই অপয়া ।

তুমি পারতে হতে জয়িতা কিংবা বনলতা সেন,
অথচ হয়েছো এক বসন্তের সুখস্মৃতি
যার প্রচ্ছদ জুড়ে হারানো বিজ্ঞপ্তি,
যার জীবন জুড়ে বিষাদের ক্যাম্পেইন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments