কোনো এক কাকডাকা ভোর,
শহরের নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক অস্পষ্টতা এলো তোমাদের জীবনে,
ঘুমন্ত শিশুর মতো আশ্রয় খুঁজে যাওয়া তোমরা বারংবার প্রতিধ্বনিত হয়ে ফিরে যাচ্ছো, হাতড়ে বেড়াচ্ছো , মমতার মর্ম তোমাদের প্রত্যাখ্যান করে হাসছে অট্টহাসি,
বেপরোয়া রংধনু ঘোর হয়ে তাড়া করছে তোমাদের পিছু, আর আঁধারের ঘনঘটা হয়ে শ্রাবণের শেষ মেঘ গুলো ঘিরে ধরেছে তোমাদের শহরতলীর সুউচ্চ আ্যপার্টমেন্ট,
জীবনের যাবতীয় সুখস্মৃতির ক্যানভাসে ভাসিয়ে ক্ষনিকের স্বস্তি, এক অসমাপ্ত দৌড় প্রতিযোগিতার শেষ মাইলফলকের খুব কাছে তোমাদের অস্তিত্ব,
যেন ছুঁয়েও হলো না ছোঁয়া।
2023-02-26