এইসব অতীত,
লাল গালিচা বিছিয়ে তোমাদের হাতছানি দেয়
আর বিষাদের ফ্লাশলাইটে দিশাহারা প্রতিনিয়ত।
এইসব আবেশে,
মোহিত হ্রদয়ের দূরবর্তী কোনো লাইটহাউজ থেকে দূর্যোগের সাইরেন হয়ে সংকেত পাঠায় তোমার অস্তিত্বে।
এইযে মহাকাল,
বছর পেরিয়ে শুধু চলে যাবার সুযোগ খোঁজে, তবু ছুটির ঘন্টায় যাবতীয় নৈঃশব্দতা ।
এমন রাতে,
এখনো সুবাস ছড়ায় অনিদ্রারা, দূঃস্বপ্ন কে হাসিমুখে বরণ করছে কেউ কেউ।
তবু এই বসন্তে,
নিভৃতে ফিরে যাও, দুহাত বাড়াও, মুঠো ভরো স্নিগ্ধতা আর কড়ই গাছের ফুল ।