Review This Poem

এই একুশ শতকেও
তোমাদের মৃত্যু হবে এক গুচ্ছ রডোডেন্ড্রনের
অভাবে
জীবন আটকে থাকবে একটা পরিত্যক্ত বাস্তশাপে
সন্ধ্যার শহরের সহস্রাধিক বেপরোয়া হুইসেল
নিঃশব্দ হয়ে রবে
বৃষ্টির ফোঁটা গুলো বুলেট হয়ে বিধবে তোমাদের
কালো স্টিকারে ঢাকা উইন্ডশিল্ডে
মস্ত দোজখখানায় বসে শুনতে হবে নকিং অন হ্যাভেনস ডোর
তবুও এই একুশ শতকে
ঝড়ের শেষে পড়ে থাকা কৃষ্ণচূড়া
কার্বোক্সাইডের অভাবে তোমাদের বাঁচিয়ে দেবে বারংবার
গলার ভেতর আটকে থাকা পাথরে
ফুটবে রজনীগন্ধা
যার আজন্ম অভাব এই একুশ শতকে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments