এই একুশ শতকেও
তোমাদের মৃত্যু হবে এক গুচ্ছ রডোডেন্ড্রনের
অভাবে
জীবন আটকে থাকবে একটা পরিত্যক্ত বাস্তশাপে
সন্ধ্যার শহরের সহস্রাধিক বেপরোয়া হুইসেল
নিঃশব্দ হয়ে রবে
বৃষ্টির ফোঁটা গুলো বুলেট হয়ে বিধবে তোমাদের
কালো স্টিকারে ঢাকা উইন্ডশিল্ডে
মস্ত দোজখখানায় বসে শুনতে হবে নকিং অন হ্যাভেনস ডোর
তবুও এই একুশ শতকে
ঝড়ের শেষে পড়ে থাকা কৃষ্ণচূড়া
কার্বোক্সাইডের অভাবে তোমাদের বাঁচিয়ে দেবে বারংবার
গলার ভেতর আটকে থাকা পাথরে
ফুটবে রজনীগন্ধা
যার আজন্ম অভাব এই একুশ শতকে
2023-02-26