একটা ভাইংগা পরা ফকফকা জোসনার লগে কি আর এমন আলাপ
চান্দের তো আর কান নাই যে তোমার কথা কমু
তুমি তো ছাইড়াও যাওনাই,থাইকাও নাই,
জীবনের যাত্রাবিরতি তে নাই, রামপুরার ইউলুপের রেলিংয়েও নাই
সোনারগাঁও যাদুঘরের সোনার পালংকেও তোমার এ পর্যন্ত বইসা থাকার কথা না
হাতে ধরা এডভান্সের মতো তুমি জ্বইলা পুইড়া ফুরায় গেলা, শুধু ফিল্টারে তোমার ঠোঁটের রং
হাতিরঝিলের শ্যাওলা পরা পানির উপর ওয়াটার বাসে ভাবলাম বইসা আসো, তাও দেখি নাই
শুধু পানির উপর ভাইংগা পরা ফকফকা জোসনা
2023-02-26