Review This Poem

ধরি,
তুমি, তুমি নও; এক বিষাক্ত মৌমাছি।
দেয়া আছে, তোমার ঠোঁটের ডগায় তীরের মতো হুল।
আমরা জানি, আকাশ তোমার আগের মতো নাই
আকাশ খুলে রেখেছো তবু রাখোনি প্রবেশদ্বার।

তোমার ভূমিতে আঁকা আমার লম্ব ভেঙে গেছে
তোমার, আমার, পিথাগোরাসের অতিভুজ তাও এক।
আসমানে বসে বর্গ করেই স্বর্গ গড়েছি।
হঠাৎ তখন নাটকীয়ভাবে আচমকা এক হুল
বিঁধে দিয়ে গেলো আকাশ, আঙুল, স্বপ্নের আবরণ
তখন আমি পালিয়ে গিয়ে মাটিতে এসেছিলাম
সেখান থেকেই তুলে নিয়ে গেল লুকোচুরি খেলা শেষে
মাটির কবিতা রাখবো কোথায় সোনার বাংলাদেশে?

অতএব, প্রমাণিত।

(আমলনামায় লিখে দিয়েছিনু এইসব গাঁজাখুরি
সেসব পড়েই কবিদের কবি ফিঁক করে হেসে দিলেন
আরশে বসেই লাল কলমের কালিতে দিলেন লিখে-
মাটির তৈরি মানুষেই রেখো মাটিময় কবিতা।)

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments