প্রতিহিংসার কবলে থেকেও প্রিয়
চিঠিতে খুনের ছাপ দেখে কেঁদেছি
চোখ মুখ কান বিকলের ইন্দ্রিয়
কেবলে হৃদয়ে ভিখ মেগে বেঁচেছি।
গুটি গুটি পায় নক্ষত্রের দূত
মহিমান্বিত আবেশে উপস্থিত
পটভূমিকায় খেলছিলো বিদ্যুৎ
কেঁপে উঠেছিলে বিকলের সম্বিৎ।
ক্রান্তিলগ্ন ধরে বেঁচে থাকা যায়
তবু মানকব খুটির মতন শক্ত নয়
‘প্রায় মরণেও’ বাঁচার অভিপ্রায়
চিঁড় ফাটলের সময়েও নির্ভয়।
প্রতিহিংসার কবলে থেকেও আমি
নায়ক হইনি নতুন রূপকথার
আমি জানি হবে এইখানে সুনামি
প্রলয়েই কাটে প্রণয়ের দায়ভার।