তোমার খুলি ও খোলসে বিদ্ধ কাঁটাকাঁটা নারীবাদ
সাবধান নারী! ওঁত পেতে আছে মোহনীয় তত্ত্ব
মুক্তির নামে কোন সে ইনামে হয়ে গেছ হাতিয়ার?
চোখ খুলে দেখ তোমার সৌধ দালাল না দুলালি।
চলচ্চিত্রের পর্দায় নাই সাদাকালো সংঘাত
কার গুটি তুমি? দাবা খেলা হলে অর্ধনগ্ন নারী
তোমার চামড়া কেটে রক্তিম আশেপাশে যত লাল
রক্ত, গোলাপ, গালিচার রঙ, লালফিতা, তরমুজ।
তোমার সত্বা ধর্মে তুমি এক্স এক্স ক্রোমোজোম
ঢাল তবলায় ধ্বনিত হয়েছে হোকাস পোকাস কথা
বিজ্ঞাপনের মতো আছে তাতে দর্শন বিভ্রাট।
সমতার গাড়ি বইতে পারে না ভারসাম্যের ভার।
তোমার শরীর মেপে মেপে বলে বিশ্ব সুন্দরী
তোমার রূপটা ব্যবহৃত হয় পণ্য বেচা কেনায়
নারী মানে যেন মাংসের দলা, ব্যবসার মূলধন।
সবকিছু বোঝো নির্বোধ নারী, এতটুকু বোঝোনা?
সাহারা কিংবা অতল সাগরে স্বাধীনতা মানে কি?
গহীন গর্তে ছটফট করে কাতরায় সাধীনতা
সাবধান নারী! ওঁত পেতে আছে সুচতুর ফেমিনিস্ট।
তোমার স্বপ্নে সনদ ঠুকে বসেছে কে মসনদে?
জোড়াতালি দিয়ে গড়া এই পথে কেটে গেছে গোড়ালি
ব্যথা নাই? জানি তোমার স্নায়ুরা বিকলগ্রস্থ প্রায়
ইতিহাসে দেখ, ধ্বংসের ধ্বজা এভাবেই উড্ডীন
সাপে ও শ্বাপদে পচে যাওয়া পথে সুতরাং সাবধান!