4/5 - (1 vote)

তালিকা দীর্ঘ হচ্ছে
যারা তালিকাভুক্ত হয়েছিলেন মার্চ এপ্রিলে
তাদেরকে বিদায় জানিয়েছি আমরা
প্রথমদিকে সংবাদ হয়েছেন সবাই
সাধারণ এবং প্রথিতযশা
এরপর যারা হলেন তালিকাভুক্ত তারা হলেন একটি সংখ্যা, আমরা সংখ্যা গুণেছি প্রতিদিন অথবা গুণতে ভুলে গেছি, একেকবার অবহেলিত মনে জেনেছি সংখ্যার মোট দৈনিক হিসাব।
বিদায় সম্ভাষণ তালিকায় গাদাগাদি ভীড়
কে কার নাম মনে রাখে!
তবু বিদায় জানাতে হয়েছে ভারাক্রান্ত মনে
বিদায় জানিয়েছি।
হে বিদায়ী শ্রদ্ধাজন
আপনারা দেশকে সম্বৃদ্ধ করেছেন নিজেকে উজাড় করে
আপনার চিন্তায় এবং দর্শনে
জীবনের অসময়ে বিদায় সম্ভাষণে তালিকাভুক্ত হয়েছেন
বিদায় জানিয়েছি আমরা অশ্রুসিক্ত বদনে
মোহময়ী অন্তর্জালে নিজস্ব সাইনবোর্ডে লিখেছি আপনার জন্য শোকগাথা বার বার
ছবিগুলো মমি করে রেখেছি টাইমলাইনে
বিদায় জানিয়েছি আমরা অশ্রুসিক্ত নয়নে
হে বিদায়ী শ্রদ্ধাজন,
বৈশ্বিক মহামারি তে বিদায় সম্ভাষণ
শুভ বিদায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments