3/5 - (1 vote)

একমুঠো আহারের জন্য হাহাকার এখন
এক টাকায় আহার, একমুঠো ভাত
আধপেটা অথবা পেটে একটু ছিটেফোঁটা
তিনবেলা আহারের ইচ্ছে ওদের বিলাসিতা হবে এসময়ে,
এমন অনাহারী বাতাসে,
কিছুদিন আগেও কিটোডায়েটে ছিলেন
শরীরের বাড়তি ফ্যাট কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কী দুর্দান্ত সব প্রজেক্ট।
এখন লাইনে দাঁড়িয়ে বৃত্তে,ত্রাণের বিপনি বিতানে
দাতারা সেলফি তুলে আত্মতুষ্টির ঢেঁকুর তোলেন
কতো অজস্র ভঙ্গিতে ফটোসেশান
বৃত্তে আটকে আছে ওরা
বৃত্তের বাইরে মালিকের অবাধ বিচরণ সুখে
আহারের বস্তা হাতে দিয়ে, মাস্ক ঢাকা মুখে সেলফি,
নিশ্বাসের ড্রপলেটে ব্যারিকেডে
দূষিত ড্রপলেট।
পোশাক শ্রমিকের মেশিনের গতি থেমে গেছে
“যেখানে নামেন বিশ টাকা, বিশ টাকা”- নীরব এখন। জ্যামের রাস্তায় – বাসে,টেম্পুতে যে সুখী সংসার পরিবহনে
তার ছন্দ গেছে থেমে
গতকালই বেরিয়েছিলাম মহানগরীর কেন্দ্রে
লোকশূণ্য ঢাকা মহানগরীর রাস্তায় বৃত্তে বসা ভিক্ষুক
শিশু সন্তান কোলে অপেক্ষায় বসা আহারের ট্রাকের
তিন সারিতে অপেক্ষায় থাকে, একটু খাবারের অপেক্ষা,
রাস্তার দু’পাশে দু’সারি আর মাঝের আইল্যান্ডে একটি
ক্ষুধার ভাইরাস তাড়িত করে ওদের
মরণঘাতী ভাইরাস হাতের মুঠোয় নিয়ে ঘুমায়।
পতিতালয়েও খদ্দের নেই
ওদের কথা ত কেউ বলতে আসেনা
অচ্ছুৎ ওরা সমাজে
অচ্ছুৎ কী আহারেও তাই?
একটাকার আহার, একমুঠো ভাত
আধপেটা অথবা পেটে একটু ছিটেফোঁটা।
মসজিদের মিনার হতে আজানের মিহি সুর ভেসে আসে
আজানের ধ্বনিতে জামাতের আহ্বান নেই
ইমামের পাতে দরগার শিন্নি নেই
শবেবরাতের হালুয়া নেই
বাড়ি বাড়ি থেকে পাঠানো আহারের থালা নেই
বৃত্তে দাঁড়িয়ে আছে সবাই
বৃত্তে দাঁড়িয়ে আছে লাইনে
মোল্লা পুরুত সবাই
একবেলা আহার
একমুঠো গরম ভাতের হাহাকার
আধপেটা কিংবা পেটে একটু ছিটেফোঁটা।
বৈশাখি কনসার্ট নেই,
শিল্পীর মহড়া নেই, – জমায়েত নিষিদ্ধ,
ভক্ত দর্শকের অটোগ্রাফের লাইন নেই
লাইনে দাঁড়িয়ে আছে শিল্পী অদৃশ্য বৃত্তে
গায়ক গায়িকা,নায়ক নায়িকা
রঙচঙে চেহারায় সব রঙ ফ্যাকাশে
বিবর্ণ সাদা কালো
চোখ বুজে শুঁকে শুধু গরম ভাতের ঘ্রাণ
উমম্! আহ্! আহা!
একমুঠো ভাত, একবেলা আহার!!
শ্রমিক, মুটে-মজুর, ভিক্ষুক, পতিতা, ড্রাইভার, বুয়া, কুলি, রিকশাওয়ালা,
বৃত্তে আটকে আছে
বৃত্তে দাড়িয়ে গেছে।
আমার কৃষক
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
কপাট লাগিয়ে লাঙল জড়িয়ে আছে বুকে
সোনা ফলানো হাতে শস্যের ঘ্রাণ নেই
ভাইরাসের সংক্রমণে শংকিত হাত
সাবানের ক্ষারে বা ফেনার ক্ষুরে মুছে গেছে
উজ্জ্বল, গাঢ় ভাগ্যরেখার দাগ
ভাগ্য বিড়ম্বনা সামাজিক দূরত্ব বৃত্ত
একমুঠো আহারের বৃত্ত
একমুঠো ভাত,
আধপেটা কিংবা পেটে একটু ছিটেফোঁটা।
একমুঠো আহারের বৃত্তে
একমুঠো গরম ধোঁয়া ওঠা ভাত।

২ এপ্রিল ২০২০
তাহেরা আফরোজ
[ যখন লক ডাউন শুরু হয়, ইনফরমাল সেক্টরে কাজ করা মানুষগুলো কাজ হারায়, খাবারের কষ্ট করে, সেসময় ভিতরটা কেমন যে অস্হির লাগতো। কবিতাটি আমার সেসময়কার বুকের ভিতর কষ্টের উপলব্ধি। এটা পরে আবৃত্তি করে আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। ২০২১ সালে প্রকাশিত গ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে । ]
আবৃত্তি লিংক ঃ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments