ছাত্রের লাশ দেখো,ওগো তুমি শুনছো?
ম্যাচ শুরু হবার আগে কে জিতবে জানছো,
পৃথিবীতে আজ শুধু নাটকের আয়োজন,
বিভিন্ন ভূমিকায় অভিনেতা প্রয়োজন।
এসি আছে বলে দেহে এক ফোঁটা ঘাম নাই
মানুষের ইচ্ছার কানাকড়ি দাম নাই,
বিশ্বাস মুছে গেছে চিন্তারা নষ্ট
শেকড়টা ছিঁড়ে গেছে মোরা পথভ্রষ্ট।
লাশগুলো বলে গেলো কেউ নই নিরাপদ
এই বুঝি এলো তবে কাঙ্খিত কেয়ামত,
উলঙ্গ মানবতা সমুদ্র উত্তাল
তুফানের মাঝে হাসে চোখকানা দাজ্জাল।
ধর্ষকদের মত খুনিদের রায় হোক
বিচারটা গতি পাক অপরাধী যেই হোক।
ভাগ্যের প্রদীপটা জলছে তো টিম টিম
মধ্যবিত্ত বাবা খাচ্ছে তো হিম শিম,
সম্মান নিয়ে বেঁচে থাকা বড় কষ্টের
খুঁজে বের করো, কারা গোড়া এই নষ্টের।
চিৎকার করে বলো দেশবাসী জনতা
‘টাকা সেধে লাভ নেই বেচব না সততা’,
এইভাবে যদি তুমি নাই পারো বলতে
তবে কানে সীসা ঢালো শুনো না এ কবিতা।