আমি বদ্ধ শেকল,
বাস করি প্রজন্ম থেকে প্রজন্মের মাথায়।
মাঝে মাঝে চিৎকার করি বিষাক্ত দাঁতের ব্যথায়
বিপরীতে পথ চলি শতাব্দী থেকে অব্দে।
নিষ্পাপ শিশুটি আমার প্রথম ছোবল
ভেদ করে ঢুকে পড়ি রাজ কপালের কাজল
শিশুদের বিগড়িয়ে চেতনার হুল ফুল ফোটাই
তুমি যেখানেই উড়ো মোর হাতে নাটাই।
আমি থাকি প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তায়
ছোট,বড়,মাঝারি এবং মানুষের আত্নায়
অধরা,অদেখা জীবাণুর মত বাস্তব সূক্ষ্ম
হৃদয়ের মত,,কোনোকালেই তা দেখে নাই বক্ষ।
আমি থাকি ইবলিসের মত দৃষ্টি সীমার উপরে
সব বয়সীর মাথা গিলে খাই অবলীলায় দিনে দুপুরে।
আমাকে দেখবে না তুমি, আমিই অদৃশ্য শক্তি
প্রমাণ করতে পারে না আমায় চলমান যুক্তি।
আমি বদ্ধ শেকল, প্রজন্মের উপর আমার রাজত্ব
আমার অস্ত্র একটি, মানুষের চিন্তায় ঢুকাই দাসত্ব।