যাকে চেয়েছি তাকে পাইনী
তাকে চাইনী যাকে পেয়েছি।
তাকে হারিয়েছি অনেক দিন আগেই,
যাকে ভূলেছি বহুদিন পরে ভূলে গেছে ,সে–
ভূলে থাকতে পারিনী ব্যাথা দিয়েছে,সে–
ব্যাথা কখনো বুঝতো না,সে–
কাঁদলেও কভু জল মুছে দিতো না।
হাঁসলেও কভু বারণ করতো না।
কেনো প্রশ্নটা তবে নিজেকেই করি,
কেনোই বা করেছি ভূল?
পৃথিবীটা কি তবে এতোই নিষ্ঠুর!
2022-09-24