তোমার ছোয়া ভিষণ চেনা
ঐ সূদুর নীহারিকা কেশ।
স্বপ্ন দেখেছি কতো হবে কথা,
আমি তোমারি অনুরাধা।
বসে আছি লাগছে একা
নিরব প্রকৃতি বিষন্নতা।
আকাশে কালো মেঘ,
জমা দুঃখ কিছু মায়া।
চাঁদ উঠেছে দিচ্ছো শান্তনা
অপূর্ব সুন্দর শ্রেষ্ঠ প্রিয়তমা।
জোছনা আলো করে ঝলমলে,
নুপুরে শব্দে বিমোহিত হিয়ারে।